প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
কারাগার থেকে ট্রাম্পের উদ্দেশে যা লিখলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্কঃ
কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের কাছে গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আবেদন জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পকে তার “রাজনৈতিক প্রত্যাবর্তনের” জন্য অভিনন্দন জানিয়ে টাইম ম্যাগাজিনে নিজ নামে প্রকাশিত এক নিবন্ধে ইমরান খান যুক্তরাষ্ট্রের প্রতি এ আবেদন জানিয়েছেন। রোববার পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তবে প্রবন্ধটি আসলেই কারাবন্দি ইমরান খানের লেখা কিনা এবং এটি কীভাবে ম্যাগাজিন পর্যন্ত পৌঁছে দেয়া হলো তা এখনো স্পষ্ট নয়।
ওই নিবন্ধে ইমরান খান পাকিস্তানের ‘রাজনৈতিক অস্থিরতা’ বন্ধে গণতন্ত্রের জন্য তার চলমান লড়াইয়ের কথা তুলে ধরেন। এ ছাড়া তিনি জোর দিয়ে বলেছেন যে, তার কারাদণ্ড এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি গণতান্ত্রিক নীতির প্রতি তার সমর্থনকে দমন করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযান থেকে সরিয়ে নিতেই তাকে বন্দি করা হয়েছে বলে জানান ইমরান খান। ওই নিবন্ধে বিচার বিভাগকে বিরোধী মত দমনের প্রধান হাতিয়ার উল্লেখ করে শাহবাজ সরকারের তীব্র সমালোচনা করেছেন ইমরান খান।
মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আমিরুল কবির সুজন