বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

জুলহাস তৈরি করলেন উড়োজাহাজ উড়ছে আকাশে

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ

চেষ্টা ও পরিশ্রমে ‘উড়োজাহাজ’ তৈরি করেছেন মানিকগঞ্জের এক তরুণ। শুধু তৈরিই নয়, ইচ্ছাশক্তি এবং চেষ্টায় সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন। এই তরুণের নাম জুলহাস মোল্লা (২৮)। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা গ্রামে।

উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান।স্থানীয় হাজারো উৎসুক লোকজনও সেখানে ভিড় করেন।

জুলহাসের বাবা জলিল মোল্লার গ্রামের বাড়ি ছিল জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায়। পরে নদীভাঙনের কারণে বর্তমানে তাঁরা শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় পরিবারসহ বসবাস করছেন।

ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জিয়নপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। তবে অর্থাভাবে আর পড়তে পারেননি। পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করেন। অবসরে তিনি এই উড়োজাহাজ তৈরি করেন।

যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজ ওড়ানোর আগে তিনি বলেন, তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরি। পানির পাম্পের ‘সেভেন হর্স পাওয়ারের’ ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি।

জুলহাস বলেন, এই উড়োজাহাজ মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে। বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি। তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে। ৫০ ফুট ওপরে উড়তে পারে উড়োজাহাজটি।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সর্বশেষ - জাতীয়