শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

মিঠাপুকুরে আমবাগান সেজে উঠছে পূর্ণতার আশায়

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৮, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলা সুমিষ্ট হাঁড়িভাঙ্গা আমের রাজ্য হিসেবে পরিচিত। চলতি মৌসুমে আমের এই রাজ্যে সবুজ আর হলুদের মহামিলন ঘটেছে। আম গাছের ডালপালার সবুজ পাতায় শোভা পাচ্ছে হলুদ মুকুল। বাতাসে মৌ মৌ গন্ধ জানিয়ে দিচ্ছে মধু মাসের আগাম বার্তা। মিঠাপুকুর উপজেলার আমবাগানগুলো সেজে উঠছে পূর্ণতার আশায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন চাষীরা।

সরেজমিনে দেখা গেছে, মুকুলে মুকুলে ছেয়ে গেছে প্রতিটি আমের বাগান। থোকায় থোকায় সজ্জিত মুকুলের দৃশ্যে বদলে গেছে প্রকৃতির রূপ-বৈচিত্র্য। আর ভালো ফলন পাওয়ার আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রোগ-বালাইয়ের হাত থেকে মুকুল রক্ষায় চাষিরা কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ নিচ্ছেন। বাম্পার ফলনের আশায় স্প্রে পদ্ধতিতে প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

খোড়াগাছ ইউনিয়নের আখিরারহাট এলাকার কৃষক রওশন মিয়া বলেন, বাগানের অনেক গাছে মুকুল ধরছে। আবার কোন কোন গাছে মুকুল এখনো আসে নাই। তবে কয়েকদিনের মধ্যে সবগুলো গাছে মুকুল আসবে। কৃষি অফিসার এসে পরামর্শ দিয়েছেন। সেভাবেই ওষুধ ও স্প্রে করছি ।
রানীপুকুর ইউনিয়নের জুমা জলসত্তর গ্রামের কৃষক আল আমিন বলেন, বাগানে এখন পরিচর্চা করছি। আমা করছি এবার ফলন ভালো হবে এবং দামও ভালো পাওয়া যাবে।

মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ হাঁড়িভাঙ্গা আমের জন্য প্রসিদ্ধ। এছাড়াও উপজেলার ময়েনপুর, রানীপুকুর, চেংমারী, বালুয়া মাসিমপুর ইউনিয়নে দিন দিন আম চাষ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন বলেন, মিঠাপুকুর হাঁড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। যেহেতু ফুল আসছে এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুরের পক্ষ থেকে আমরা চাষীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিত প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি।

মিঠাপুকুরের কন্ঠ/এস/মার্চ-২০২৫

সর্বশেষ - জাতীয়