মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ
আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আলোচিত খবর এক নজরে জেনে নেওয়া যাক ............ ‘না ফেরার দেশে মাগুরার সেই শিশু’, ‘শাহবাগে সভা-সমাবেশ নিষিদ্ধ’, ‘ঢাকায় জাতিসংঘ মহাসচিব’ ও ‘হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব এখনো দেয়নি ভারত’-সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
মিঠাপুকুরের কন্ঠ পাঠকদের জন্য বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো।
না ফেরার দেশে মাগুরার সেই শিশু
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব এখনো দেয়নি ভারত
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। প্রায় ৩মাস কেটে গেলেও এখনো তার জবাব দেয়নি ভারত।
ভারতে এক বছরে আড়াই হাজার বাংলাদেশি আটক
শেষ ১৩ মাসে মোট দুই হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিককে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা হয়েছে।
শাহবাগে সভা-সমাবেশ নিষিদ্ধ
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আছিয়ার জানাজা পড়েই আসামিদের বাড়িতে জনতার আগুন
ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়।
ঢাকায় জাতিসংঘ মহাসচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এম কন্ঠ/এস/২৫