স্টাফ রিপোর্টারঃ
মিঠাপুকুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলার ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১২ আগস্ট ) সন্ধা ৭ টায় ইমাদপুর ইউনিয়নের আদারহাট বাজারে চেয়ারম্যান শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন খন্দকার সম্পাদক লিটন হাজী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সহকারী উপ পরিদর্শক আজিজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি তাদের স্ব স্ব বক্তব্য উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সমাজ থেকে চিরতরে মাদক ও জুয়াকে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক জুয়া ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।
এম কন্ঠ/এস