স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর হাতে গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।
গ্রেফতার হওয়া দম্পতি হলেন, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।
গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর বাইশা পাড়ায় অভিযান করা হয়। এ সময় গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১'শ ৪২ লিটার দেশীয় মদ (চোয়ানি), ৯টি বোতলজাত মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর সাথে মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান জানান, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আগের চারটি মাদক মামলা রয়েছে। আসামি ও জব্দকৃত মালামাল মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম কন্ঠ / এস