ডেস্ক রিপোর্ট:
স্বামীকে বাঁচাতে নিজের লিভারের অংশ দান করেছিলেন এক স্ত্রী। দুর্ভাগ্যজনকভাবে প্রতিস্থাপনের পর শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন দু’জনেই।
ঘটনাটি ভারতের পুনের। এ ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। আজ সোমবারের (২৫ আগস্ট) মধ্যে পুরো ঘটনার লিখিত জবাব দিতে বলা হয়েছে হাসপাতালকে। খবর আনন্দবাজারের।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব নথি ও তথ্য জমা দিতে প্রস্তুত। তাদের দাবি, রোগী বাপু কোমকারের আগে থেকেই জটিল শারীরিক সমস্যা ছিল এবং নিয়ম মেনেই লিভার প্রতিস্থাপন করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত ১৫ আগস্ট বাপুর লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়। দাতা ছিলেন তার স্ত্রী কামিনী কোমকার। অপারেশনের পরপরই বাপুর অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে এবং ১৭ আগস্ট তিনি মারা যান। এরপর ২১ আগস্ট সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন স্ত্রী কামিনীও।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে রাজ্য স্বাস্থ্য দফতর তদন্তে নামে। দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, হাসপাতালকে রোগীদের চিকিৎসা-সংক্রান্ত সব তথ্য ও নথি জমা দিতে হবে। পাশাপাশি রোগীদের দেওয়া সম্মতির ভিডিও রেকর্ডও জমা দিতে বলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে কোমকার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছে, অস্ত্রোপচারের আগে ঝুঁকি সম্পর্কে দাতা ও পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছিল। হাসপাতালের দাবি, অপারেশনের পর কামিনী প্রথমে সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ সেপটিক শকে আক্রান্ত হয়ে একে একে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়, যার ফলে তার মৃত্যু ঘটে।
এম কন্ঠ/এস