স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পূর্বপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে হামলার অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ নাজমা বেগম আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী, অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পূর্বপাড়া গ্রামে আব্দুল ওয়াহেদ মিয়ার একটি আম বাগান রয়েছে। সেই আমবাগান রক্ষায় চারিদিকে বেড়া দেন মালিক পক্ষ। ঘটনার দিন বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই আমবাগানে প্রতিবেশীর গরুছাগল প্রবেশ করে বাগানের ক্ষতি করলে তাতে বাঁধা দেন গৃহবধূ নাজমা বেগম (৪৮)। এসময় প্রতিবেশী আনিছুর রহমান ও তার স্ত্রী সুলতানা বেগম ওই বাগানে এসে বাকবিতন্ডায় লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষ আনিছুর রহমান ভুক্তভোগী নাজমা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুঠিয়ে পড়েন নাজমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার মাথায় ৪ টি সেলাই দেওয়া হয়েছে। এখনো আশংকায়জনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান জানান, মাথা রক্তাক্ত অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা চলমান আছে।
ভুক্তভোগী নাজমা বেগম জানান, তিনি তার বাগান দেখাশোনা করতে যান কিন্তু তাকে অতর্কিত হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছেন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও শীলতাহানীর চেষ্টা করা হয়। কানে থাকা দুল ছিনিয়ে নিয়েছেন বলেও দাবি তার।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ আনিসুর রহমানকে পাওয়া যায়নি। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এম কন্ঠ/ এস