স্টাফ রিপোর্টারঃ
মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, ধাপ নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪), এবং সুমন সরকার ওরফে তিতাস (২৮)।
রিপন মিয়া নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক এমদাদুল হক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
সূত্রে জানায়, চক্রটি শুধু রংপুরসহ দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সাথে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
একন্ঠ/এস