অনলাইন ডেস্ক:
ডেস্কে রয়েছে কম্পিউটার, আর সেই কম্পিউটারের স্ক্রিনে ভেসে আছে একজনের ছবি। স্ক্রিনের ঠিক সামনে রাখা ঠিক একই রকম এক পুতুল। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এমন ট্রেন্ডিংয়ের ছবি দেখা যাচ্ছে। আর সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারকা থেকে শুরু করে আমজনতা সবাই।
কিন্তু কী এই ‘ন্যানো ব্যানানা’ ট্রেন্ড, তা জানুন এই প্রতিবেদনে।
দিনভর নানা ব্যবস্থার মাঝে এখন প্রায় সবাই অবসরে মোবাইলে বুঁদ হয়ে থাকেন। বিভিন্ন অ্যাপেই আনন্দ খুঁজে পান সবাই। সেই সূত্র ধরেই একেক সময় ট্রেন্ডিং হয় একেকটি বিষয়।
সম্প্রতি ঘিবলি ছবিতে ভরে যাচ্ছিল সোশাল মিডিয়ার ওয়াল। এবার নয়া ট্রেন্ড ‘ন্যানো ব্যানানা’। গুগল জেমিনি এআই ব্যবহার করে নিমেষে থ্রিডি ছবি বানাচ্ছেন সবাই। শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।
চলুন, জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন এই ছবি—প্রথমেই গুগল জেমিনি অ্যাপ খুলুন।
যে ছবিটি দিয়ে থ্রিডি ছবি বানাতে চান, সেটি আপলোড করুন। কী ধরবেন ছবি চাইছেন, সেটি লিখুন। যেমন, (“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.”) এবার সাবমিট করে দিলেই পেয়ে যাবেন আপনার আশানুরূপ ছবি।