
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তান তাওকির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের জিএস নির্বাচিত হওয়ায় সংবর্ধনার আয়োজন করেন মিঠাপুকুর প্রেসক্লাব।
বুধবার (১ অক্টোবর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তাওকির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ্ হলের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার কথা জানান। এছাড়াও তিনি রংপুরের শিক্ষার্থীদের কল্যাণে সার্বিকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। এসময় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এম কন্ঠ / এস