
অনলাইন ডেস্ক:
আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন সহকারী শিক্ষককে পার্শ্ববর্তী জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই বদলিকৃতদের মধ্যে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ৫ জন শিক্ষক নেতাও রয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এই পদক্ষেপ নিল মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক আদেশে এই বদলির অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে এই বদলির অনুমোদন প্রদান করা হলো।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবার রহমান ও কিশোরগঞ্জ মিঠামইন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন নেতা মো. মনিরুজ্জামান।
আদেশে দেখা যায়, এই সহকারী শিক্ষকদের প্রত্যেককে তাদের নিজ জেলা থেকে পাশের জেলায় বদলি করা হয়েছে।
এদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৪ জন শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
এর আগে, একটি অফিস আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মো. শামছুদ্দীন মাসুদকে (বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি) 'প্রশাসনিক কারণে' লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শূন্য পদে নিজ বেতনস্কেলে বদলির কথা জানিয়েছিল।
এমকন্ঠ/এস/নি-২৪