
পারভেজ হাসান. বেরোবিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোকেয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর, ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। শোভাযাত্রায় আরও অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শোভাযাত্রাটি শহীদ আবু সাঈদ চত্বর হয়ে স্বাধীনতা স্মারক মাঠে গিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা স্মারক মাঠে রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বাংলাদেশে নারী জাগরণ ও শিক্ষার প্রসারে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান চিরস্মরণীয়। রোকেয়ার আদর্শ আজও নারীর অগ্রযাত্রায় প্রেরণা হিসেবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী দিনে নারীশিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম বলেন, লেখক রোকেয়া ছিলেন বাস্তবতাবাদী এবং তাঁর প্রবন্ধসমূহ বাংলা সাহিত্যে স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করেছে। নারীকে স্বাধীন, স্বশিক্ষিত ও আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলায় তাঁর ভূমিকা অনন্য।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ শতকের শুরুতে নারীশিক্ষা বিস্তারে রোকেয়ার অগ্রণী ভূমিকা সমাজে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। নতুন প্রজন্মকে রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ করতে রোকেয়া দিবস ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, নারী জাগরণ, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে স্বপ্ন রোকেয়া লালন করেছিলেন, তার ধারাবাহিকতায় আজ নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, রোকেয়ার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শ ধরে এগিয়ে যাবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রোকেয়া দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, বাংলা একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান কুন্তলা চৌধুরী, ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহী, এবং শিক্ষার্থী শামসুর রহমান সুমন ও উম্মে হানি জোহরা তানিয়া।
এ দিন ’রোকেয়া-পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও শহীদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমকন্ঠ/পারভেজ