
পারভেজ হাসান, বেরোবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’।
মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন আহমাদুল হক আলবীর (এআইএস–১৩, নোয়াখালী)। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ করার অনেক জায়গা রয়েছে। পর্যাপ্ত আবাসন নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই, আরও নানা সমস্যা রয়েছে। এগুলো আমাদের ইশতেহারে আসবে এবং আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন মেহেদী হাসান (অর্থনীতি–১৩, গাইবান্ধা)। তিনি বেরোবি শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক এবং অর্থনীতি বিভাগ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন বায়েজিদ শিকদার (এমআইএস–১৩, ফরিদপুর), যিনি বেরোবি দাওয়াহ সোসাইটির সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহিদ হাসান জয় (সমাজবিজ্ঞান–১৬, গাইবান্ধা), যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক।
বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান (গণিত–১৪, কুষ্টিয়া), যিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে রয়েছেন উদয় উম্মে হানি তানিয়া (ইতিহাস–১৩, নীলফামারী), আর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান–১৪, জয়পুরহাট) নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন (মার্কেটিং–১৩), পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক (ব্যবস্থাপনা–১৪, টাঙ্গাইল) যিনি বর্তমানে শিক্ষার্থী পরিষদের সহ-সভাপতি। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ (গণিত–১৪) মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে তিনজনকে রাখা হয়েছে মরিয়ম জমিলা (সমাজবিজ্ঞান–১৩), বায়েজিদ বোস্তামি (ইংরেজি–১৫) এবং আল হুমায়রা ঐশী (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ–১৬)।
প্যানেল ঘোষণা হওয়ায় ব্রাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নতুন নির্বাচনী উত্তাপ অনুভূত হচ্ছে।
এমকন্ঠ/পারভেজ