প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:০৯ পি.এম
মিঠাপুকুরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে বুধবার ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও রংপুর জেলা আহবায়ক আব্দুল বাছেদ মারজান, যুগ্ন-আহবায়ক কদম আলী, জামায়াতের সুরা সদস্য হাফিজুর রহমান ফকির, নিজেরা করির অঞ্চল সমন্বয়ক সাইফুন্নাহার রত্না, রংপুর জজ কোটের এ্যাডভোকেট মশিউর রহমান রিপন,কমিউনিটি প্যারালিগ্যাল ও উপজেলা নিজেরা করি’র কর্মসূচী সংগঠক অনুপ দেরনাথ, মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাবেক সভাপতি বিধুরঞ্জন বর্মন, গোপালপুর ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি শাহানুর আলম প্রমুখ।
এমকন্ঠ/এস
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আমিরুল কবির সুজন