প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:৫৪ পি.এম
বেরোবিতে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ কর্মশালা

বেরোবি প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীবান্ধব ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত ও যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করা গেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে আরও ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকা-এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমকন্ঠ/পারভেজ
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আমিরুল কবির সুজন