1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

২০২৫ সালে মুসলিম বিশ্বের আলোচিত ১০ ঘটনা

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পাঠ করা হয়েছে
২০২৫ সালে মুসলিম বিশ্বের আলোচিত ১০ ঘটনা

ইসলামিক ডেস্ক:
যুদ্ধ-সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়েই অতিক্রান্ত হয়েছে ২০২৫ সাল। এর প্রথম ভাগে গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যা বিশ্ববাসীকে আলোড়িত করেছিল। মাঝে ইরান-ইসরায়েল ও পাকিস্তান-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

আসুন জেনে আসি ২০২৫ সালে মুসলিম বিশ্বের আলোচিত ১০টি ঘটনা___

১. হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি : দীর্ঘ আলোচনার পর ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, যা ১৯ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু এরপরও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় হামলা করতে থাকে। এই সময়ে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।

২. গাজা পুনর্গঠন পরিকল্পনা : ২১ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে আরব দেশগুলোর নেতারা গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করেন। সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান এই সম্মেলনের ডাক দেন। এতে উপসাগরীয় দেশগুলোর বাইরে মিসর ও জর্দান যোগদান করে। এই পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে দেওয়া একটি পরিকল্পনা।

৩. আরব লীগের জরুরি সভা : গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিসর আরব লীগের জরুরি সভার আহ্বান জানায়। সভাটি ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ৪ মার্চ অনুষ্ঠিত হয়। এই সভায় গাজার ভূমির মালিকানা ফিলিস্তিনিদের হাতে রেখে উন্নয়নের স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রকাশা করা হয়।

৪. মার্চ ফর গাজা : গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ঘোষণা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ নামে বৃহৎ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে দল-মত-নির্বিশেষে দেশের আপামর জনসাধারণ অংশ নেয়।
সেদিন কয়েক লাখ মানুষ সমবেত হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিল।

৫. গ্লোবাল মার্চ টু গাজা : গাজার যুদ্ধবিরতি এবং সেখানে অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছানোর দাবিতে গ্লোবাল মার্চ টু গাজা অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মানবাধিকারকর্মীরা মিসরে সমবেত হন। ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই মার্চে মানবাধিকারকর্মীরা মিসরের কায়রো থেকে রাফা সীমান্তে যাওয়ার চেষ্টা করেছিলেন। এতে বিশ্বের ৮০ দেশের চার হাজার মানবাধিকারকর্মী অংশ নিয়েছিলেন। এ ছাড়া গাজার অবরোধ ভাঙতে ১ জুন গাজা ফ্রিডম ফ্লোটিলা নামের এবং ৩১ আগস্ট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের দুটি নৌযাত্রা অনুষ্ঠিত হয়। এসব অভিযানে বিশ্বের মানবাধিকারকর্মীরা মানবিক সাহায্য নিয়ে গাজার উদ্দেশে রওনা হন।

৬. অপারেশন সিন্দু : ৭ মে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে পাকিস্তানে এক নজিরবিহীন হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দু। পাল্টা আক্রমণের অংশ হিসেবে পাকিস্তান অপারেশন বুনয়ানুম মারসুস পরিচালনা করে। এই যুদ্ধে উভয় দেশ ব্যাপক আর্থিক ও সামরিক ক্ষতির মুখে পড়ে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও আছে।

৭. ইরানে ইসরায়েলের সামরিক হামলা : দীর্ঘদিন ধরে ইরান ও ইসরায়েল পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত থাকলেও ১৩ জুন ইসরায়েল সরাসরি ইরানে বিমান হামলা করে। এই হামলার প্রাথমিক স্তরে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করা হয়। ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা করে। পাল্টা আক্রমণে ইরানও ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২১ জুন আমেরিকা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়।

৮. কাতারে ইসরায়েলের হামলা : উপসাগরীয় দেশগুলোর ভেতরে প্রথমবার ইসরায়েলি আক্রমণের শিকার হয় কাতার। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার একটি ভবনে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কাতারে ইসরায়েলি হামলায় হতবাক হন ইসরায়েলের মিত্র ভাবাপন্ন উপসাগরীয় মুসলিম দেশগুলোর নেতারা। তাঁরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই হামলার পর ১৭ সেপ্টেম্বর পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী অবশ্য কাতারের কাছে এই হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।

৯. নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র : ৪ নভেম্বর অনুষ্ঠিত ভোটে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন জোহরান মামদানি। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নিউইয়র্কের ১১১তম মেয়র নির্বাচিত হন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট তাঁর বিরোধিতা করে নির্বাচনকে তাৎপর্যপূর্ণ করে তোলেন। সবকিছু ঠিক থাকলে ১ জানুয়ারি ২০২৬ জোহরান মামদানির শপথ নেওয়ার কথা আছে।

১০. ইসলামিক সলিডারিটি গেমস : ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হয় ইসলামিক সলিডারিটি গেমস ২০২৫। মুসলিম বিশ্বের দেশগুলোর ভেতর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির জন্য এই গেমসের আয়োজন করা হয়। এটা ছিল ষষ্ঠ আসর। এতে ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেয়।

এ ছাড়া ডিসেম্বর মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড কোরআন কনভেনশন, জুন মাসে পাকিস্তানে প্রাণঘাতী বন্যা দেখা দেয়, অক্টোবর মাসে গাজায় দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতি শুরু হয়, একই মাসে মক্কায় স্বর্ণের বিপুল মজুদসহ খনি আবিষ্কৃত হয়, নভেম্বর মাসে উপসাগরীয় দেশগুলো যৌথভাবে এআই শিল্প গড়ে তোলার ঘোষণা দেয়। সুত্র: কালের কন্ঠ, দেশীয় ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com