1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি কন্যা রাঙামাটি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আগমন।

অনলাইন ডেস্ক:
পাহাড়ি কন্যা রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আগমন। নাগরিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে রাঙামাটি ভ্রমণ করছেন তারা। পাহাড়, মেঘ, ঝরনা ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য এই জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের।

জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে ভরা ভিড়। এতে ব্যবসা বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত ডিসেম্বর মাস থেকে রেকর্ড পরিমাণ পর্যটক ভ্রমণ করছেন পাহাড়ি কন্যা রাঙামাটিতে।

রাঙামাটি জেলার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম পর্যটন স্পট সাজেক। দেশের বিনোদনের অন্যতম জনপ্রিয় এই স্থানটি এখন পর্যটকদের দখলে। শীতের এই সময়টা উপভোগ করতে ছুটির দিনে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার পর্যটক ভ্রমণ করছে মেঘ-পাহাড়ের সাজেক ভ্যালিতে।

কটেজ মালিক সমিতি অব সাজেকের তথ্যমতে, সাজেকে ১৪০টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। রেস্তোরাঁ আছে ১৪টির বেশি। সবগুলোতেই পর্যটকদের ভিড়।

শুধু সাজেকই নয়, পর্যটকের ভিড় এখন রাঙামাটি জেলা সদরের পর্যটন স্পটগুলোতেও। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, আসাম বস্তি, কাপ্তাই সড়কসহ বিভিন্ন দর্শনীয় স্পট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এ ছাড়া কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশির সাথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা সুভলংয়ের উদ্দেশে নৌবিহারও করছেন।

পর্যটন করপোরেশনের আওতাধীন পর্যটন হলিডে কমপ্লেক্সের রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রতিদিন ঝুলন্ত সেতুতে তিন থেকে সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণ করছেন। তবে ছুটির দিনে আরো বেশি বেড়ে যায়।

টুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের ইনচার্জ তারিকুল আলম জুয়েল বলেন, টানা ছুটিতে রাঙামাটিতে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। পর্যটকরা যাতে অনাকাঙ্ক্ষিত কোনও সমস্যার মধ্যে না পড়েন সেজন্য আমরা সজাগ রয়েছি।

এমকন্ঠ/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com