
পারভেজ হাসান. বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বিশাখা শাহা বলেন, আমাদের এই বিভাগ নিয়ে যতটাই বলব ততটা কম বলা হবে। বিভাগে আসার পর থেকে বিভাগের সব কিছু আমরা নিজের মাঝে ধারণ করতে পেরেছি।
বিভাগ নিয়ে প্রত্যাশা রেখে তিনি বলেন, আমাদের বিভাগে ল্যাব থাকলেও ল্যাব টেকনিশিয়ানের সংকট রয়েছে। যদি আমরা এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের আরো উন্নতি হবে।
শোভাযাত্রায় অংশ নিয়ে বিভাগের সাবেক শিক্ষার্থী বিধান রয় বিক্রম বলেন, বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বিভাগের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, যেহেতু আমাদের বিভাগ মিডিয়া,যোগাযোগ এই বিষয়গুলো নিয়ে কাজ করে, বিভাগের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে আমাদের বিভাগ এই বিশ্ববিদ্যালয়কে আরো উন্নতর জায়গায় নিয়ে যাক এবং বিশ্বব্যাপি সুনাম বয়ে আনুক।
নবাগতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুনিয়রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন বিভাগকে ভালোবাসেন। বিভাগকে নিজের মাঝে ধারণ করে যেনো তারা বিভাগের হয়ে কাজ করে, পড়াশুনা করে এবং সার্বিক সহযোগিতা করে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, বিভাগে একটি ডিজিটাল টেলিভিশন ল্যাব আমরা আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেটি চালু করা সম্ভব হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি তারা এটি নিয়ে কাজ করছে।
বিভাগীয় ছাত্র সংসদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি জার্নালিজম ক্লাব রয়েছে। আমাদের বিভাগের সকল আয়োজন আমরা এর মাধ্যমেই করে থাকি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরেই বিভাগীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিভাগের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমকন্ঠ/এস
Leave a Reply