1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

২০২৫ সালে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার ৩৬ শতাংশ

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পাঠ করা হয়েছে
______প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক:
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ শতাংশের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। রোড সেইফটি ফাউন্ডেশনের তথ্যে উঠে এসেছে, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত মোট ৭ হাজার ৩৫৯ জনের মধ্যে প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।

সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশে মোট ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২ হাজার ৬৭১ জনের।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করে রোড সেইফটি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ জানান, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম এবং নিজস্ব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯৬২ জন নারী, যা মোট নিহতের ১৩ দশমিক ০৭ শতাংশ। শিশু নিহত হয়েছে ১ হাজার ৮ জন, যা ১৩ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ১ হাজার ৫৬৪ জন পথচারী প্রাণ হারিয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ২৫ শতাংশ। দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪১ জন, যা ১২ দশমিক ৭৮ শতাংশ।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি গত বছর দেশে ১৩২টি নৌ-দুর্ঘটনায় ১৪৯ জন নিহত এবং ১২৩ জন আহত হয়েছেন। এসব ঘটনায় এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ৫১৯টি রেলপথ দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন।

রোড সেইফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের ধরনও তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, পণ্যবাহী যানবাহন ছিল ২৭ দশমিক ৫৫ শতাংশ দুর্ঘটনায় জড়িত। মোটরসাইকেল ২৫ দশমিক ৪৭ শতাংশ, থ্রি-হুইলার ১৭ দশমিক ১৮ শতাংশ, যাত্রীবাহী বাস ১৩ দশমিক ৮৭ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-জিপ ৪ দশমিক ৮৪ শতাংশ এবং স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৬ দশমিক ১৫ শতাংশ দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল। এছাড়া প্যাডেল রিকশা, বাইসাইকেল ও অজ্ঞাত যানবাহনের অংশও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মোট ১২ হাজার ৩৮৯টি যানবাহন সম্পৃক্ত ছিল। এর মধ্যে ৩ হাজার ৪১৪টি পণ্যবাহী যানবাহন, ৩ হাজার ১৫৬টি মোটরসাইকেল, ২ হাজার ১২৯টি থ্রি-হুইলার এবং ১ হাজার ৭১৯টি বাস দুর্ঘটনায় জড়িত ছিল।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com