1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিক্ষার্থী পরিবহনে স্বস্তি: বেরোবি পাচ্ছে নতুন দুটি বাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পাঠ করা হয়েছে
_______শিক্ষার্থীদের জন্য বেরোবি পাচ্ছে নতুন দুটি বাস।

পারভেজ হাসান. বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য নতুন দুটি বাস এবং উপ-উপাচার্যের জন্য একটি গাড়ি কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করতে দুটি বড় বাস এবং উপ-উপাচার্যের ব্যবহারের জন্য একটি নতুন গাড়ি ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পরই এসব যানবাহন ক্রয় করতে হবে। পাশাপাশি উপ-উপাচার্যের যোগদানের আগে গাড়িটি ক্রয় করা যাবে না বলে শর্ত আরোপ করেছে ইউজিসি।

নতুন গাড়ি ক্রয় প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, পরিবহন সংকট বেরোবির একটি বড় সমস্যা। দীর্ঘদিনের এই সংকট নিরসনে এ অনুমোদন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাসের অভাবে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এতদিন ভাড়া করা বাসের মাধ্যমে পরিবহন সেবা চালু রাখতে হয়েছিল। এছাড়াও বাস ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই আবেদন করেছিল।

উপাচার্য আরও বলেন, বর্তমানে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাস বা গাড়ি ক্রয়ের অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে জুলাই বিপ্লবে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের অগ্রণী ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ব্যক্তিগতভাবে এই অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই একটি কমিটি গঠন করে বাস ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে।

দীর্ঘ পরিবহন সংকট নিরসনে নতুন বেরোবিতে বাসের সংযোজন শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com