1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের মাঠে পড়ে আছে বিশাল গাছ, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও খেলাধুলা মিঠাপুকুরে মসজিদের জমি দখল, সরকারের হস্তক্ষেপ কামনা রংপুরে বাবা হত্যার বিচার দাবিতে শহীদ মিনারে সন্তানরা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত রংপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ গ্রেফতার,১ মিঠাপুকুরে আদালতের রায় অবমাননা করে জমি দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ! মিঠাপুকুরে ঝুকিপূর্ণ মাদরাসা ভবনে চলছে পাঠদান, নিরব সংশ্লিষ্টরা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

মিঠাপুকুরে ইতিহাসের স্বাক্ষী ফুলচৌকি মসজিদ

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে
ফুলচৌকি মসজিদ ছবি- মিঠাপুকুরের কন্ঠ

আমিরুল কবির সুজন.মিঠাপুকুর.
মুঘল আমলে নির্মিত ফুলচৌকি মসজিদ। ইতিহাসের স্বাক্ষী মসজিদটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামে অবস্থিত। গ্রামের নামেই নামকরণ হয়েছে মসজিদটির। এখানে শায়িত আছেন বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ শহীদ নবাব নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং।

প্রায় ২০০ বছরের পুরনো এ স্থাপনার সংস্কার ও প্রচারের অভাবে পর্যটকদের আনাগোনাও কম। তবে এ মসজিদে নিয়িমিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়। ১৮২২ খ্রিষ্টাব্দে নির্মিত মসজিদটিতে আছে দৃষ্টিনন্দন কারুকাজ। দূর থেকে যতটা না সুন্দর দেখায়, তার চেয়েও বেশি সুন্দর কাছে থেকে দেখতে। মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলা যুক্ত স্তম্ভ রয়েছে। যার নিচের অংশ কলসাকৃতি।

মসজিদের সামনে খোলা অঙ্গন প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবৃত। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ফুলচৌকি মসজিদটি রংপুর শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে শুকুরেরহাট থেকে আরও ৩ কিলোমিটার পশ্চিমে ফুলচৌকি গ্রামে অবস্থিত।

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নেতা শহীদ নবাব নুরুউদ্দিন মোহাম্মদ বাকের জং। তিনি দিল্লির সম্রাট শাহ আলমের (২য়) আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি। ইংরেজ শাসন উৎখাতে তিনি ১৭৬০ থেকে ১৭৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন।

জমিদারির লোভে ‘দিবা ও নিশি’ নামক দুইজন বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে নুরুউদ্দিন বর্তমান লালমনিরহাটের আদিতমারীর মোগলহাটে বৃটিশ সেনাদের অতর্কিত হামলায় আহত হন। আহত অবস্থায় তাকে তাঁর নির্মাণাধীন রাজধানী ফুলচৌকিতে নিয়ে আসা হলে ১৭৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি ফুলচৌকির নিজ বাসভবনে মারা যান। এখানে আরও অনেক যোদ্ধার সঙ্গে ঘুমিয়ে আছেন রংপুরের একজন ঐতিহাসিক ও নবাব নুরুউদ্দিন মোহাম্মদ বাকের জংয়ের বংশধর হায়দার আলি চৌধুরী। তার বিখ্যাত ইতিহাস খ্যাত বই ‘পলাশী যুদ্ধোত্তর আযাদী সংগ্রামের পাদপীঠ’।

নুরুউদিনের সপ্তম বংশধর সাজেদুল কবির চৌধুরীসহ স্থানীয় অনেকেই কৃষক নবাব নূরউদ্দিন মোহাম্মদ বাকের জংকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ প্রত্নতত্ত¦ অধিদপ্তরের তালিকাভুক্ত ফুলচৌকি মসজিদটি প্রত্নতানত্তি¦ক স্থাপনা হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের ছোয়া লাগেনি। এ কারণে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ছিল। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক ইউএনও) ফাতেমাতুজ জোহরার মমতায় মসজিদটি প্রাণ ফিরে পেয়েছিল। সংস্কার কাজ করায় মসজিদটি দৃষ্টিনন্দন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com