1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের মাঠে পড়ে আছে বিশাল গাছ, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও খেলাধুলা মিঠাপুকুরে মসজিদের জমি দখল, সরকারের হস্তক্ষেপ কামনা রংপুরে বাবা হত্যার বিচার দাবিতে শহীদ মিনারে সন্তানরা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত রংপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ গ্রেফতার,১ মিঠাপুকুরে আদালতের রায় অবমাননা করে জমি দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ! মিঠাপুকুরে ঝুকিপূর্ণ মাদরাসা ভবনে চলছে পাঠদান, নিরব সংশ্লিষ্টরা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

রমজানে মসজিদে নববীতে মুসল্লিদের জন্য বিশেষ আয়োজন

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে
রমজানে মসজিদে নববীতে মুসল্লিদের জন্য বিশেষ আয়োজন
মসজিদে নববীতে বিশেষ আয়োজন

ইসলামিক ডেস্কঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনার মসজিদে নববীতে মুসল্লি ও দর্শণার্থীদের সেবায় গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার আওতায় নামাজের বিশেষ ব্যবস্থা, নির্ধারিত পরিচ্ছন্নতা সূচি এবং দর্শণার্থীদের সেবা নিশ্চিত করা হয়েছে। খবর গালফ নিউজের।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, আল রওদাহ আল শরীফা এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) ও তার দুই সাহাবি হযরত আবু বকর ও হযরত উমর (রা.)-এর রওজায় জিয়ারতকারীদের জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ১৬১টি আধুনিক পরিষ্কারক যান সার্বক্ষণিক মেঝে ধোয়ার কাজ করবে। পাশাপাশি মসজিদ প্রতিদিন পাঁচবার মসজিদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হবে। মসজিদে প্রতিদিন চারবার সুগন্ধি ধূপ ছড়ানো হবে, যাতে ইবাদতের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়। এছাড়া, মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিতের জন্য মসজিদজুড়ে ২৭ হাজারের বেশি নতুন কার্পেট বিছানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, পর্যাপ্ত আলোর জন্য মসজিদজুড়ে ১ লাখ ৩৮ হাজার ৫৬০টি উন্নতমানের লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাড়ে ৬ হাজারের বেশি স্পিকার স্থাপন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে মসজিদের ভেতর ও প্রাঙ্গণে ১১৪টি ইলেকট্রনিক স্ক্রিন স্থাপন করা হয়েছে। এসব স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করা হবে, যাতে নামাজের সময়সূচি, নির্দেশিকা ও গুরুত্বপূর্ণ ঘোষণা সহজে জানার সুযোগ হয়।
মুসল্লিদের সুবিধার্থে প্রবেশাধিকার ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদে আগত দর্শণার্থীদের জন্য ২ হাজার ৭৮২টি শৌচাগার, ১৮০টি চলন্ত সিঁড়ি, ২৫টি লিফট এবং ৩০০টি হুইলচেয়ার রাখা হয়েছে। বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মুসল্লিদের জন্য ৩০ হাজার চেয়ার বরাদ্দ রয়েছে।
মুসল্লি ও দর্শণার্থীদের সুবিধায় আরও কিছু উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে মসজিদের পশ্চিম প্রাঙ্গণে নতুন পাবলিক শৌচাগার স্থাপন এবং মসজিদে উন্নত সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর প্রাঙ্গণে শিশু আতিথেয়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে অভিভাবকরা শিশুদের নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদে রাখতে পারবেন।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com