মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

মিঠাপুকুরে মাদকাসক্ত ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৪, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের শিকার হয়েছেন। স্থানীয়রা অভিযুক্ত ছোট ভাইকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালুপাড়া গ্রামের মৃত. মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান (৫৫) একজন কৃষক ছিলেন। তার ছোট শরিফুল ইসলাম (৪০) এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ছোট ভাই শরিফুল মাদকে আসক্ত থাকায় বিরোধের নিষ্পত্তি করতে পারেনি স্থানীয়রা। কারণ শরিফুল সিন্ধান্তহীনতায় ভুগতেন।

ঘটনার দিন সকালে বড় ভাই আতিয়ার রহমান তার বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তার ছোট ভাই শরিফুল ইসলাম পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাইয়ের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ছোট ভাই শরিফুল বড় ভাই আতিয়ার রহমানের কাছে টাকা চাইলে, টাকা দিতে অপারগতা প্রকাশ করেন বড় ভাই আতিয়ার। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শরিফুল, কোদাল দিয়ে বড় ভাই আতিয়ারের মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন এবং কাস্তে দিয়ে গলায় টান দিলে ঘটনাস্থলেই আতিয়ার মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত