1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের মাঠে পড়ে আছে বিশাল গাছ, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও খেলাধুলা মিঠাপুকুরে মসজিদের জমি দখল, সরকারের হস্তক্ষেপ কামনা রংপুরে বাবা হত্যার বিচার দাবিতে শহীদ মিনারে সন্তানরা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত রংপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ গ্রেফতার,১ মিঠাপুকুরে আদালতের রায় অবমাননা করে জমি দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ! মিঠাপুকুরে ঝুকিপূর্ণ মাদরাসা ভবনে চলছে পাঠদান, নিরব সংশ্লিষ্টরা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

৩০০ আসনেই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩ বার পাঠ করা হয়েছে
৩০০ আসনেই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি

মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এনসিপি। দলের শীর্ষ নেতারা এখন নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চান, যার অংশ হিসেবে দলের গঠনতন্ত্র, স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো এবং দলীয় প্রতীক নিয়ে কাজ করছেন।

জানা গেছে, দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে এনসিপির নিবন্ধন নিতেই হবে। আর নিবন্ধন করতে চাইলে তাদের গঠনতন্ত্রসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, দলের লক্ষ্য সব আসনে প্রার্থী দেওয়া এবং এই লক্ষ্য পূরণে দলকে শক্তিশালী করতে দ্রুত গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও জানান, গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত হলে তা দলের অভ্যন্তরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে এবং তাতে গণতন্ত্র, পরিবারতন্ত্রের বিরুদ্ধে রাজনীতি, জবাবদিহিতা এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। তবে দলের আত্মপ্রকাশের আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে এখন দ্রুতই গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই খসড়া তৈরির কাজে যুক্তদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি, জবাবদিহিতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনসহ নানা বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই আমরা এ সংক্রান্ত কাজ শেষ করতে চাই। কারণ নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে গঠনতন্ত্র প্রয়োজন। আমরা সেভাবেই নিজেদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে বেশি গুরুত্ব দিতে চায় এনসিপি। তবে নবগঠিত এ দলের জেলা-উপজেলার কমিটি গঠন প্রক্রিয়া কী হবে? নতুন করে কমিটি গঠন করা হবে, নাকি তৃণমূলে গঠিত জাতীয় নাগরিক কমিটির নাম পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি করা হবে- তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে।

নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে তৃণমূল পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিবর্তনের সুযোগ নেই। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের ব্যানার। কিন্তু জাতীয় নাগরিক কমিটির নামে পরিবর্তন আসতে পারে। কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com