1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

আইসক্রিমে বিষাক্ত সাপ, স্যোসাল মিডিয়ায় ভাইরাল

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৪ বার পাঠ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ
আইসক্রিমে বিষাক্ত সাপ পাওয়া গেছে। যা ইাতমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। থাইল্যান্ডের এক ব্যক্তি আইসক্রিম কিনে প্যাকেট খুলে একটি সাপ দেখতে পান। যা তাঁর ভাবনাতেও ছিল না। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসে এমন খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গত ৪ মার্চ ওই আইসক্রিমের ছবিটি স্যোসাল মিডিয়ায় আপলোড করেন ভুক্তভোগী ব্যক্তি। পরদিন সন্ধ্যার মধ্যে নয় হাজারের বেশি সামাজিক মাধ্যম ব্যবহারকারী ঘটনাটি শেয়ার করেন। আপলোড করা ছবিতে দেখা যায়, কালো-হলুদ রঙের সাপের মাথা বেরিয়ে আছে। ক্যাপশনে ওই ব্যক্তি জানান, ভ্রাম্যমাণ কার্ট থেকে তিনি আইসক্রিমটি কিনেছিলেন।

পোস্টের কমেন্ট সেকশনে অনেকে ঘটনাটি নিয়ে মজা করেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, গরম আবহাওয়ায় সাপটি কি আবার জীবিত হবে? আবার এ অপ্রত্যাশিত ঘটনায় অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, এই কারণেই আমি সাধারণত স্ট্রিট কার্ট থেকে খাবার কিনি না। এটা ভয়াবহ!

আরেকজন লিখেছেন, প্রথম কামড় আপনাকে নেশায় আচ্ছন্ন করবে, আর পরের কামড় আপনাকে হাসপাতালের বিছানায় নিয়ে যাবে।’

অনেকে ধারণা করেছেন, এটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইট অনুসারে, গোল্ডেন ট্রি স্নেক বিষাক্ত এবং এটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাওয়া যায়।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com