1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

উড়োজাহাজ তৈরিকারী জুলহাস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪ বার পাঠ করা হয়েছে
জুলহাস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি

মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ
বিমান বানিয়ে তাক লাগিয়ে দেওয়া ছেলেটা বিশ্ববিখ্যাত হারবাট ভার্সিটিতে চান্স পেয়েছে। বাঙালিরা মেধার মূল্যায়ন দিতে না জানলেও যুক্তরাজ্য ঠিকই জানে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি স্ক্রিনশট কোলাজ করে এমন দাবি প্রচার করা হচ্ছে।

বিষয়টির ফ্যাক্টচেক করে রিউমর স্ক্যানার জানেিয়ছে, নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে উড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং ‘আহমেদ হাসান’ নামের অপর এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত মূলধারার সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফটোকার্ডে প্রদত্ত টেক্সটের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গত ০৪ মার্চে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে উক্ত পোস্টটি পাওয়া যায়। উক্ত পোস্টটিতে সংযুক্ত ফটোকার্ডে বলা হয়, “মানিকগঞ্জের এসএসসি পাশ যুবক সফলভাবে নিজ হাতে তৈরি করা বিমান উড়িয়েছেন।” (অনূদিত) এবং পোস্টটির ক্যাপশনে বলা হয়, “বাজেট সীমাবদ্ধতার কারণে পাম্প ইঞ্জিন, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করে নির্মিত উক্ত এয়ারক্রাফটটির ওজন প্রায় ১০০ কেজি।” (অনূদিত) উক্ত ফেসবুক পোস্টটির মন্তব্য সেকশনে এ বিষয়ে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে একই শিরোনামে গত ০৪ মার্চে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “অভূতপূর্ব উদ্ভাবনক্ষমতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার শৈতঘর টেওতা গ্রামের ২৮ বছর বয়সী ইলেকট্রনিক মেকানিক জুলহাস মোল্লা নিজে তৈরি করা একটি রেডিও-নিয়ন্ত্রিত এয়ারক্রাফট সফলভাবে উড়িয়েছেন, যা তার সমাজের মানুষের প্রশংসা কুড়িয়েছে। আজ (৪ মার্চ) সকাল ১১টার দিকে যমুনার চর, জাফরগঞ্জ থেকে উড্ডীন হওয়া এ বিমানটি শত শত মানুষের ভিড় আকর্ষণ করে।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার বাসিন্দা জুলহাস ও তার পরিবার নদী ভাঙনের কারণে শৈতঘর টেওতা গ্রামে স্থানান্তরিত হন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন, তবে আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি।” (অনূদিত)

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ০৪ মার্চে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়। এছাড়াও জানা যায়, পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করেন। অবসরে তিনি এই উড়োজাহাজ তৈরি করেন।

এছাড়া, জুলহাস মোল্লা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন শীর্ষক এমন কোনো তথ্যের উল্লেখ কোনো নির্ভরযোগ্য সূত্রেই পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত দ্বিতীয় স্ক্রিনশট তথা ‘আহমেদ হাসান’ নামের ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক পোস্টটির স্ক্রিনশটে প্রদত্ত টেক্সটের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে উক্ত মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। ‘আহমেদ হাসান’ নামের একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৪ মার্চে “রমজানের তৃতীয় দিনে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমি হার্ভার্ডের মাস্টার ইন ডিজাইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্য দোয়া রাখবেন! (অনূদিত)” শীর্ষক ক্যাপশনে উক্ত পোস্টটি করা হয়। উক্ত পোস্টটিতে আহমেদ হাসান হার্ভার্ড থেকে পাওয়া তার ভর্তির আবেদনের এক্সেপ্টেন্স লেটারের একটি ছবিও সংযুক্ত করেন।

তার ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি এর আগে ঢাকার নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে পড়াশোনা করেছেন। অপরদিকে আলোচিত জুলহাস এসএসসির পর আর পড়াশোনা করেননি। তাছাড়া, আলোচিত দুই ব্যক্তির নামও ভিন্ন। হার্ভার্ডে পড়ার সুযোগ পাওয়া ব্যক্তির নাম আহমেদ হাসান, অপরদিকে বিমান বানিয়ে আলোচনায় আসা ব্যক্তির নাম জুলহাস মোল্লা।

এছাড়াও, প্রচারিত পোস্টে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও আদতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের।

সুতরাং, আহমেদ হাসান নামে ভিন্ন এক ব্যক্তির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার ঘটনাকে বিমান বানিয়ে আলোচনায় আসা জুলহাস মোল্লা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com