1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের মাঠে পড়ে আছে বিশাল গাছ, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও খেলাধুলা মিঠাপুকুরে মসজিদের জমি দখল, সরকারের হস্তক্ষেপ কামনা রংপুরে বাবা হত্যার বিচার দাবিতে শহীদ মিনারে সন্তানরা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত রংপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ গ্রেফতার,১ মিঠাপুকুরে আদালতের রায় অবমাননা করে জমি দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ! মিঠাপুকুরে ঝুকিপূর্ণ মাদরাসা ভবনে চলছে পাঠদান, নিরব সংশ্লিষ্টরা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ বছর এবার অংশ নেবে ৬৪ দল!

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২২ বার পাঠ করা হয়েছে
বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ বছর এবার অংশ নেবে ৬৪ দল!

স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ বছর পূর্ণ হবে আগামী ২০৩০ সালে। এবার মরক্কো, স্পেন এবং পর্তুগাল যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও হবে কিছু ম্যাচ। আর এই বিশ্বকাপের আসরে খেলবে ৬৪টি দল! এমনই প্রস্তাব দেয়া হয়েছে ফিফাকে।

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের আয়োজক ছিল উরুগুয়ে। বিশ্বের ১৩টি দেশ অংশ নেয় ওই আসরে। তার ১০০ বছর পর ৬৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল আসর। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো ৬৪টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি পছন্দও করেছেন বলে জানায় ফিফার এক কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমসের কাছে ফিফার ওই কর্মকর্তা জানান, বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, এই প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন অনেক ফুটবল বিশ্লেষক। এক সিনিয়র অফিশিয়াল এই প্রস্তাবকে পাগলামি বলে মন্তব্য করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি দ্রুতই বাতিল হবে।

উল্লেখ্য, সাধারণত ৩২ দল নিয়ে আয়োজন হয় বিশ্বকাপ ফুটবলের। তবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরটি হবে ৪৮ দল নিয়ে। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের ম্যাচ হবে ১০৪টি, আর ৬৪ দল হলে তা বেড়ে ১২৮টিতে দাঁড়াবে, যা আয়োজনের জন্য আরও কঠিন হয়ে উঠবে। এখন দেখার বিষয়, এই প্রস্তাব শেষ পর্যন্ত কতদূর গড়ায় এবং বিশ্ব ফুটবলে এর প্রভাব কেমন হয়।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com