শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ বছর এবার অংশ নেবে ৬৪ দল!

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ ফুটবল শুরুর ১০০ বছর পূর্ণ হবে আগামী ২০৩০ সালে। এবার মরক্কো, স্পেন এবং পর্তুগাল যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও হবে কিছু ম্যাচ। আর এই বিশ্বকাপের আসরে খেলবে ৬৪টি দল! এমনই প্রস্তাব দেয়া হয়েছে ফিফাকে।

ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের আয়োজক ছিল উরুগুয়ে। বিশ্বের ১৩টি দেশ অংশ নেয় ওই আসরে। তার ১০০ বছর পর ৬৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল আসর। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো ৬৪টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি পছন্দও করেছেন বলে জানায় ফিফার এক কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমসের কাছে ফিফার ওই কর্মকর্তা জানান, বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, এই প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন অনেক ফুটবল বিশ্লেষক। এক সিনিয়র অফিশিয়াল এই প্রস্তাবকে পাগলামি বলে মন্তব্য করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি দ্রুতই বাতিল হবে।

উল্লেখ্য, সাধারণত ৩২ দল নিয়ে আয়োজন হয় বিশ্বকাপ ফুটবলের। তবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরটি হবে ৪৮ দল নিয়ে। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের ম্যাচ হবে ১০৪টি, আর ৬৪ দল হলে তা বেড়ে ১২৮টিতে দাঁড়াবে, যা আয়োজনের জন্য আরও কঠিন হয়ে উঠবে। এখন দেখার বিষয়, এই প্রস্তাব শেষ পর্যন্ত কতদূর গড়ায় এবং বিশ্ব ফুটবলে এর প্রভাব কেমন হয়।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সর্বশেষ - জাতীয়