1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

৫ ওয়াক্ত নামাজ আদায়, শিশু-কিশোরদের বাইসাইকেল উপহার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরে শিশু-কিশোররা একটানা ৪০ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন। ব্যতিক্রমী এই উদ্যেগে প্রশংসায় ভাসছেন নর্দাণ লাইটস নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন।

শুক্রবার (৭ মার্চ) জুমআর নামাজের পর রংপুর নগরীর এরশাদনগর জামে মসজিদে শিশুদের কাছে সাইকেলগুলো হস্তান্তর করেন সংগঠনটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ। এসময় ভাইস চেয়ারম্যান রোজাফ কবির ,সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ মিটু, মসজিদের সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

মসজিদটিতে জামায়াতে নামাজ পড়া প্রতিযোগিতায় ৯৮ জন শিশু ও কিশোর অংশ নেয়। শেষ পর্যন্ত ৮ জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ ওই মসজিদে জামায়াতের সাথে আদায় করেন।

সাইকেল উপহার পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন জানান, আমি আল্লাহর ওপর ভরসা করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবং ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমাকে বাই সাইকেল উপহার দেয়া হয়েছে আমি তাতে খুবই খুশি।সপ্তম শ্রেণির শিক্ষার্থী বাঁধন হোসেন জানান, আমি আল্লাহর রহমতে ৪০ দিন একটানা ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আমি সব সময় জামায়াতে নামাজ আদায়ের চেস্টা করবো। আমার কাছে এটা শুধু উপহার নয়, এটা আমার কাছে অনেক কিছু।

আয়োজকরা নর্দাণ লাইটস এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ জানান, জামায়াতে নামাজ উৎসাহিত করতে আমাদের এই উপহার কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে আমরা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লীদের উৎসাহিত করছি। মোট ৬১ হাজার টাকায় ৮ জন শিক্ষার্থীর কাছে আমরা এই উপহার পৌছে দিলাম।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com