রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

যুদ্ধের মাঝে তাঁবুতেই ‘নুরের বিউটি পার্লার’ সৌন্দর্য ছড়াচ্ছে

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৯, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা শহরের পূর্বাঞ্চল আল-শুজাইয়ার ছোট্ট একটি তাঁবুর সামনে ঝুলছে সাদা হাতে লেখা সাইনবোর্ড— ‘নূর’স সেলুন’। নীল রংয়ের পর্দায় ঢাকা তাঁবুর ভেতরে চলছে সাজসজ্জার কাজ। এটি নূর আল-ঘামারির বিউটি পার্লার। এক তরুণীর স্বপ্নের প্রকল্প। নূর নার্সিং কলেজের পড়াশোনা ছেড়ে দিয়েছেন। চুল ও মেকআপের প্রতি গভীর ভালোবাসা থেকে বেছে নিয়েছেন এই পেশা।

নূর আল-ঘামারি তিন সপ্তাহ আগে গাজা শহরের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফুটপাথে তার ছোট্ট এই পার্লারাটির যাত্রা শুরু করেন। ইসরায়েলই হামলায় বাস্তুচ্যুতির কঠিন বাস্তবতা পার করে, তিনি ও তার পরিবার দক্ষিণ থেকে ফিরে যখন উত্তরে পৌঁছান, তখন এটিই ছিল তার একমাত্র বিকল্প।
সংবাদমাধ্যম আলজাজিরার নূরের এই পার্লার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মেকআপ নিতে আসা আমানি ও তার মেয়ে আয়াকে আন্তরিক শুভেচ্ছা জানান নূর। এরপর সঙ্গে সঙ্গে তিনি কাজে মনযোগী হয়ে পড়েন। হাতে একটি ছোট সুগারিং পেস্ট তুলে নেন, ধীরে ধীরে তা নরম করতে থাকেন এবং দক্ষতার সঙ্গে তা হাতে মথতে শুরু করেন।
নূর জানান, পার্লারের কাজ শুরুর প্রথম থেকেই অনেক নারীর কাছে হৃদয়ভাঙা গল্প শুনেছেন তিনি। অনেক নারী তাদের পরিবার হারানোর গল্প শুনিয়েছেন। তাদের মুখে দুঃখের ছাপ স্পষ্ট, চোখে ক্লান্তির ছাপ পড়ে থাকে। তারা আসেন শূন্য হয়ে।
আলজাজিরাকে আমানি এবং নূর বলেন, যুদ্ধের মাঝখানে বিউটি পার্লারের ধারণা অদ্ভুত মনে হতে পারে। তারা মনে করেন, নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এই মুহূর্তে এমন পার্লারের কাজ অনেক সাহায্য করতে পারে।
নূর মনে করেন, গাজায় যুদ্ধ বিশেষভাবে নারীদের জন্য নিষ্ঠুর ছিল। যুদ্ধ তাদের বাড়ি, নিরাপত্তা এবং নিজেদের যত্ন নেওয়ার সক্ষমতা ছিনিয়ে নিয়েছে। কারণ, তারা বেঁচে থাকার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে দিয়েছে।
নূর আল-ঘামারি বলেন, আমি অনেক নারী দেখেছি, সূর্যের তাপে, তাঁবুতে বসবাস, কাঠের আগুনে প্রতিনিয়ত রান্না, হাতে কাপড় ধোয়ার কারণে যাদের ত্বক সম্পূর্ণ পুড়ে গেছে। তার উপর বাস্তুচ্যুত জনবহুকল শিবিরগুলোতে তাদের কোনো গোপনীয়তা নেই। এছাড়া, হামলার ভয়, বোমা হামলা এবং সমস্ত বিভীষিকার কথা তো বলাই হয় না।
কঠিন সময়েও নূরের কাছে সব বয়সের গ্রাহক এসেছেন, যারা মনে করেন যে, নিজেদের যত্ন নেওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অনেক নারীকে দেখেছি, যারা তাদের মুখ বা ভ্রুতে একটিও অপ্রয়োজনীয় লোম সহ্য করতে পারন না। কিছু নারী প্রতিটি সপ্তাহে আমার কাছে আসেন, আর কিছু নারী নিয়মিত বা মাঝে মাঝে আসেন।
ইসরায়েলি হামলায় মা-বাবা, ভাইবোন, পরিবারের সবাইকে হারানো এক নারীর কথা স্মরণ করে নূর বলেন, তিনি তার হারানোর বেদনায় প্রায় নির্জীব হয়ে পড়েছিলেন। নূর তার জন্য গভীর বেদনা অনুভব করছিলেন। তিনি ওই নারীকে পুরোপুরি একটি সৌন্দর্যচর্চা সেবা প্রদান করেন, যেখানে থ্রেডিং, ভ্রু শেপিং, হেয়ারকাট এবং একটি ফ্রি ফেস ম্যাসাজ ও মাস্কও দিয়েছিলেন তিনি। যখন তিনি ওই নারী তার চেহারা আয়নায় দেখেছিলেন, আনন্দে তার চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। 
যখন নূর নিজেকে একজন বিউটিশিয়ান হিসেবে পরিচয় দিলেন, তখন নারীরা তাকে যথা শীঘ্রই একটি বিউটি পার্লার স্থাপনের জন্য তাড়া করেন। কোনোরকম যখন তিনি তাঁবুতে তার স্বপ্নের ‘নূর’স সেলোন’ স্থাপন করলেন তিনি দেখলেন, নারীরা যেন গুপ্তধন পেয়েছে! 
নূর বলেন, আমি চাই এই যুদ্ধ দ্রুত শেষ হোক, যাতে আমি আমার ব্যবসা সম্প্রসারিত করতে পারি। একটি যথোপযুক্ত পার্লার দিতে পারি এবং আরও সেবা প্রদান করতে পারি। সর্বশেষ তিনি নারীদের কাছে একটি বার্তা দিয়েছেন। ‘যাই হোক না কেন, নিজেদের যত্ন নেন। জীবন ছোট।

মিঠাপুকুরের কন্ঠ/এস/মার্চ-২০২৫

সর্বশেষ - জাতীয়