রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

মিঠাপুকুরে মাটিখেকোদের দাপট, ব্যর্থ প্রশাসন !

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ৯, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে অবাধে কাটা হচ্ছে কৃষিজমি ও পুকুরের মাটি। দেদারসে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ ভরাট সংশ্লিষ্ট কাজে। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগ্রাসী কায়দায় মাটি কাটা হচ্ছে। বছরের ১২ মাস ধরে চলে এই ভয়াবহ তাণ্ডব। এসব মাটি যাচ্ছে স্থানীয় কয়েকটি ইটভাটা, ভরাট কাজ সহ বসতবাড়ি নির্মাণের কাজে। 
মাটি খেকো নুরুন্নবী পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ভেকু নিয়ে মিঠাপুকুরে সারাবছর মাটি কেটেই চলেছেন। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফকরুল ইসলামের প্রভাবে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
এছাড়াও ইমাদপুর ইউনিয়নেই নওগাঁ জেলা থেকে একটি ভেকু নিয়ে এবং ডজনখানেক ট্রাক্টর নিয়ে আব্দুল জলিল দীর্ঘদিন ধরে অনবরত মাটি কেটেই চলেছেন। ভগবতিপুর এলাকার আনিসুর উপজেলার আরিপপুর এলাকায় ৫০টি ট্রাক্টর যোগে স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করছেন। পলাশবাড়ী থেকে জাহাঙ্গীর একই ইউনিয়নের আরিপপুর এলাকায় মাটি ভরাট কাজ করছেন।

মিঠাপুকুরে মাটিখেকোদের দাপট!  ছবি- মিঠাপুকুরের কন্ঠ

অভিযোগ আছে, উপজেলা প্রশাসন দীর্ঘদীন  কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় এমন বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকো ও ব্যবসায়ীরা।
আওয়ামী দোসর ও অন্নান্য রাজনৈতিক প্রভাবশালী ব্যাক্তির আশ্রয়ে -প্রশ্রয়ে বিভিন্ন জেলা থেকে এসে মিঠাপুকুরে গডফাদার বনে গেছেন মাটিখেকোরা। মাটিবাহী ট্রাক্টরের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। প্রভাবশালীদের কারনে ইউএনও-এসিল্যান্ড সবকিছু জেনেও কার্যকর কোন ব্যাবস্থা গ্রহণ করছে না।
সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও সুফল মেলেনি। আবাদি জমির ওপরের দিকের মাটি কেটে নেওয়ায় কমছে উর্বরতা।
জলিল, নুরুন্নবী, জাহাঙ্গীর, আনিসুর, মালেক এন্টার প্রাইজের শামীম উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক ও কৃষকদের মাটি কেটে দেওয়া ও নেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করায় মাটিখেকোরা যেন দানবে পরিণত হয়েছেন।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি)  মুসতাকিম বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুরের কন্ঠ/আর এইচ/মার্চ-২০২৫

সর্বশেষ - জাতীয়