স্টাফ রিপোর্টারঃ
মিঠাপুকুর উপজেলা বিএনপির আওতাধীন লতিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) লতিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী।
লতিবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মমিনুল হক সাজু মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।
বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান টিটুল লর্ড, অধ্যাপক মোরশেদ হাসান সোহেল, হযরত আলী, মোক্তার হোসেন ও ছাত্রনেতা শাফিউল ইসলাম শিমুল।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন।
দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল-এ মিঠাপুকুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নেতৃবৃন্দ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দীর্ঘদিনের দুঃশাসনে নিষ্পেসিত জনগোষ্ঠী ও বিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনুরুদ্ধার করে সুখী সমৃদ্ধ স্ব-নির্ভর বাংলাদেশ বিনির্মানে গ্রাম গঞ্জের প্রতিটি মানুষের কাছে দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফার কর্মসুচী তুলে ধরার জন্য তৃনমুলের সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান।
শেষে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতাসহ দেশবাসী এবং মুসলিম উম্মার জন্য দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এম কন্ঠ/এস/মার্চ-২৫