বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. গ্যাজেট
  4. ছোটদের গল্প
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. ধর্ম
  9. নতুন উদ্যোগ
  10. পাঠকের কথা
  11. প্রযুক্তি সংবাদ
  12. প্রিয় মিঠাপুকুর
  13. ফ্যাক্টচেক
  14. বানিজ্য
  15. বিনোদন
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

আসুন জেনে নেই রংপুরে বিখ্যাত যারা

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ১২, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
রংপুর অনেক বিখ্যাত লোকের জন্মস্থান। দেবী চৌধুরানী, বেগম রোকেয়া, খান বাহাদুর শাহ্ আব্দুর রউফের মতো অনেক বিখ্যাত লোকের জন্মস্থান রংপুর। আজ পরিচিত হবো এমনই কিছু বিখ্যাত ব্যক্তিদের সাথে।

শাহ আবদুর রউফঃ শাহ আবদুর রউফ ১৮৮৯ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতি, সমাজসেবা এবং শিক্ষার প্রচার ও প্রসারে বহুমুখী অবদান রেখেছেন।

দেবী চৌধুরানীঃ দেবী চৌধুরাণী ব্রিটিশ ভারতে ইতিহাসে যে কয়জন নারী ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে জরিত ছিলেন তাদের মধ্যে অন্যতম।

হেয়াত মামুদঃ মধ্যযুগের বাঙালী কবি হেয়াত মামুদ ১৬৯৩ সালে রংপুর জেলার ঘোড়াঘাটের অধীন ঝাড়বিশিলা গ্রামে জন্মগ্রহণ করেন।

বেগম রোকেয়াঃ রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে।

আবু সাদাত মোহাম্মদ সায়েমঃ বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং প্রথম প্রধান বিচারপতি। তিনি বর্তমান রংপুর জেলায় (তৎকালীন বাংলা প্রদেশের অংশ) ১৯১৬ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন।

কাজী মোহাম্মদ ইলিয়াসঃ কাজী মোহাম্মদ ইলিয়াস রংপুর শহরের মুন্সীপাড়ায় ১৯০১ সালের ২১শে সেপ্টেম্বও কাজী পরিবাওে জন্মগ্রহণ করেন। সংস্কৃতিচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার পরবর্তীকালে ১৯৮৮ সালে রংপুর পৌরসভা কর্তৃক তিনি সংবর্ধিত হয়েছেন। ১৯৮৯ সালে রংপুরের তৎকালীন জেলা প্রশাসক রংপুর শিল্প ভবনের পক্ষে (অধুনা রংপুর শিল্পকলা একাডেমী) কাজী মোহাম্মদ ইলিয়াসকে স্বর্ণপদক প্রদান করেন।

কাজী মোহাম্মদ এহিয়াঃ কাজী মোহাম্মদ এহিয়া ১৯২০সালে রংপুর শহরের মুন্সিপাড়ায় সম্ভ্রামত্ম কাজী পরিবাওে জন্মগ্রহণ করেন। তিনি একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

জানকীবলস্নভ সেনঃ নীলফামারী জেলার ডিমলার জমিদার ছিলেন রাজা জানকীবলস্নভ সেন। ডিমলার জমিদারীর প্রতিষ্ঠাতা হররাম সেন।

জেলায় জন্মগ্রহণকারী অন্যান্য প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: এম এ ওয়াজেদ মিয়া, মোহাম্মদ খেরাজ আলী, হুসেইন মুহাম্মদ এরশাদ, মোহাম্মদ আফজাল, মীর আনিসুল হক পেয়ারা, ডা: মো: লুৎফর রহমান, ড. রেজাউল হক, মোতাহার হোসেন সুফী, মুহম্মদ আলীম উদ্দীন, এমদাদুল হক মো. মতলুব আলী, আনিসুল হক, মাহবুব আলম, রফিকুল হক,

মুন্সী ছমির উদ্দিন আহমদ, তসলিমুদ্দিন আহমদ, করিমুন্নেসা খানম, হায়দার আলী চৌধুরী, ইয়াকুব মাহফুজ আলী, শিবেন্দ্রনাথ মুখার্জি, মোহাম্মদ ইউনুস, খোন্দকার মুখতার ইলাহী, নুরুল ইসলাম, মহেশচন্দ্র রায়, ফজলুল রহমান চৌধুরী, মোনাজাতউদ্দিন।

আরো অনেক গুনি লোকের জন্মস্থান রংপুর। যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের উন্নতির জন্য কাজ করে গেছেন। তাদের কথা জাতি দীর্ঘদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

এম কন্ঠ/এস/মার্চ-২৫

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দূষণ ও কৃষিজমির মাটি লুটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

পলিথিনের ক্ষতিকর, পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা

জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় : জাতিসংঘ

ইতিহাসের স্বাক্ষী মিঠাপুকুর মসজিদ

দেশের প্রথম সফল নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার পপি

মতামতঃ ভোট কারচুপিতে দায়ি পুলিশ / নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ?

২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

উন্নয়ন ও বৈশ্বিক অ্রগতির অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার -তারেক রহমান

মুখের ঝগড়া শেষ, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

ঈদযাত্রার বাসের টিকিট কবে মিলবে?