স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার মোশলেমবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ও মোবাইল হাতিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার (১২ মার্চ) উপজেলার চেংমারী ইউনিয়নের মোসলেম বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান বাবুল টেলিকমে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী বাবুল মিয়া ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ৯ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন ব্যবসায়ী বাবুল মিয়া। এসে দোকান ঘরের তালা খোলার সময় ২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের মোবাইল ফোনে রিচার্জ দেওয়ার কথা বলেন।
কিন্তু ব্যবসায়ী বাবুল মিয়া তখন তার দোকানের তালা খোলার চেষ্টা করছিলেন। কিন্তু দোকান ঘরের তালায় পুর্ব পরিকল্পিতভাবে সুপারগ্লু জাতীয় আঠা লাগানো ছিল। এ কারণে দোকানের তালাটি স্বাভাবিকভাবে খুলছিলনা।
এসময় বিকাশ ব্যবসায়ী বাবুল মিয়া তার হাতে থাকা টাকার ব্যাগ ও কয়েকটি মোবাইলসেট পাশেই একটি বেঞ্চে রাখেন এবং তালাটি খোলার চেষ্টা করেন। এই সুযোগকে কাজে লাগায় ছিনতাইকারী চক্র। তারা সুযোগ বোঝে আড়াই লক্ষাধিক টাকাসহ ব্যাগ ও কয়েকটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ সময় রাস্তায় একটি মোটরসাইকেলে ছিনতাইকারী চক্রের এক সদস্য মোটরসাইকেলে বসে ছিলেন। টাকা আর মোবাইল হাতে নিয়েই সেই মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা ফুলবাড়ী অভিমুখে পালিয়ে যায় বলে জানা গেছে।
এম কন্ঠ/এস/মার্চ-২৫