শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলামিক কন্ঠ
  3. কৃষি ও কৃষকের কন্ঠ
  4. গ্যাজেট
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. পাঠকের কন্ঠ
  9. প্রযুক্তি কন্ঠ
  10. প্রিয় মিঠাপুকুর
  11. ফ্যাক্টচেক
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. মাঠে ময়দানে
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে মিঠাপুকুরের সন্তান মিলন

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ১৪, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্রস্থল শঠিবাড়ির সন্তান মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী। সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। সবার নিকট জনপ্রিয় মুখ মিলন চৌধুরী একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবেও প্রতিবাদী কন্ঠস্বর।

বিগত আওয়ামীলীগ সরকারের সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিওর প্রতিবাদ সহ নানান বিষয়ে ছিলেন রাজপথে। অবশেষে দলের দুর্দিনে সাংগঠিক দায়িত্ব পেয়েছেন এই রাজনৈতিক নেতা। জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করছেন সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকেই সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী মিঠাপুকুরের কন্ঠকে জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিন্ধান্ত মতে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান (জি এম কাদের) মিলন চৌধুরীকে এক চিঠিতে অভিনন্দন জানিয়েছেন।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করেছেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হলো। উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। আপনি পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

 

উল্লেখ্য, মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী জাতীয় পার্টির রংপুর জেলার আহবায়ক কমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলার আহবায়ক দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছিলেন। মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন।

 

তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় রংপুর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে। তিনি একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

এম কন্ঠ/এস/২৫

সর্বশেষ - কৃষি ও কৃষকের কন্ঠ

আপনার জন্য নির্বাচিত