1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

মেসি ম্যাজিকে মায়ামির জয়

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৬ বার পাঠ করা হয়েছে
ছবি- সংগ্রহীত
স্পোর্টস ডেস্কঃ
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজের গোলে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ গোলে।  দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
জ্যামাইকায় প্রথমবারের মতো খেলতে নামার আগে চোটের শঙ্কা এবং কিছুটা অস্বস্তি অনুভব করায় আগের তিন ম্যাচ খেলতে নামেননি মেসি। মেসির কারণেই ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণক্ষমতার মাঠ থেকে ৩৫ হাজার দর্শকের ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে ম্যাচটি সরিয়ে নেয়া হয়।
মেসির জাদু দেখতে দর্শকে পরিপূর্ণ গ্যালারির অবশ্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের শুরুর কয়েক মিনিট পর্যন্ত। ম্যাচের ৫৩ মিনিটে সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে অবশ্য সুয়ারেজের পেনাল্টি থেকে করা গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। 
মাঠে নামার পর মেসির পায়ে বল লাগার সাথে সাথে পুরো গ্যালারি থেকে‘মেসি, মেসি’ স্লোগান ভেসে আসতে শোনা যায়।
দারণ খেলতে থাকলেও গোলের দেখা পাচ্ছিলেন না ফুটবলের সব জয় করা এ কিংবদন্তী। খেলার একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই দারুণ এক গোলে দর্শকদের প্রত্যাশা পূরণ করেন এ মহাতারকা। দর্শকদের আনন্দে ভাসিয়ে মেসির ম্যাজিকে ইন্টার মায়ামি ম্যাচ জিতে ২-০ গোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com