1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

হারিয়ে যাচ্ছে রক্তিম শোভার শিমুল গাছ

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে
ছবি- মিঠাপুকুরের কন্ঠ

স্টাফ রিপোর্টারঃ
দিন দিন হারাতে বসেছে রক্তিম শোভার শিমুল গাছ। প্রকৃতির বন্ধু শিমুল গাছ গ্রামে কিছুটা চোখে পড়লেও শহরের ইট পাথরের ভিড়ে ক্রমেই হারিয়ে যাচ্ছে এই গাছ। কালের পরিক্রমায় এসমস্ত গাছ নিধন করে গড়ে উঠছে ইট পাথরের ছোট-বড় দালান। এতে করে হারিয়ে যাচ্ছে উপকারিতা বিভিন্ন গাছ সেগুলো মধ্যে অন্যতম শিমুল।

 

রক্তরাঙা ফুটন্ত ফুলের মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে এবং নিজেদের ক্যামেরাবন্দি করতে ভিড় জমায় ফুল প্রেমীরা। সবুজ ঘাসের বুকে বিছিয়ে থাকা লাল শিমুলের দৃশ্য নজর কাড়ে যে কারো। উপকারী এই গাছের সংখ্যা কমে যাওয়ায় এর গুণগত মানসম্মত তুলা পাওয়া বেশ কষ্টসাধ্য।

 

শিমুল কাঠের দাম কম থাকায় আধুনিক ও প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠছে। এটিও অন্যতম কারণ শিমুল গাছ হারিয়ে যাওয়ার। শিমুল গাছ বিভিন্ন রোগের প্রতিরোধক। ঔষধি ভেষজ হারবাল হিসেবে বেশ ব্যবহৃত এই গাছ। এই গাছের তুলা দিয়ে তৈরি হয় লেপ, তোশক, বালিশসহ বিভিন্ন জিনিস। যা ব্যবহার খুবই আরাম দায়ক হয়ে থাকে।

 

লেপ তোশকের ব্যবসায়ীদের কাছে জানা যায়, আল্লহ প্রদত্ত এই গাছ বেড়ে উঠত তুলা দিত। একটা সময় শিমুল তুলার কেজি ছিল ৪০-৬০ টাকা বর্তমানে ৪০০-৫০০ টাকা কেজি দরেও এই গাছের তুলার জোগান নেই বললেই চলে।

 

শিমুল ফুলের সাথে নিজেকে ক্যামেরাবন্দী এক প্রকৃতিপ্রেমী বলেন, শিমুল ফুল দেখলেই অন্যরকম ভালা লাগা জন্মে। এই ফুল এখন বিলুপ্তির পথে। এই ফুল বাংলার প্রকৃতিতে জড়িয়ে আছে গান, কবিতা, নাটকে। উপকারী এই গাছের প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com