1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় বোরকা পরে পালানোর সময় অভিযুক্ত আলম গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী শিশু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। মঙ্গলবার দুপুরে দিকে ওই প্রতিবন্ধী শিশুকে হত্যার ভয় দেখিয়ে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় আলম নামে এক ব্যক্তি।

 

ঘটনার পর থেকেই মিঠাপুকুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ধর্ষণের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জড়িত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা। অবশেষে বোরকা পরে পালানোর সময় সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন অভিযুক্ত আলম মিয়া (৪০)। ধর্ষককে গ্রেফতার করায় সংখ্যালঘু সহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে শিশুটি ধর্ষণের শিকার হলে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন শিশুটির বাবা। মামলা দায়েরের ৬ ঘন্টা পর রাত ৯ টার দিকে শাহ আলম কে বোরকা পরা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় চিথলী রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করেন পুলিশ।

 

মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক সকালের বাণীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় শিশুটি উপজেলার চিথলী পশ্চিম পাড়ায় আসা মাত্র চিথলী পশ্চিম পাড়া গ্রামের দুই সন্তানের জনক অভিযুক্ত শাহআলম (৪০) শিশুটিকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটির কাঁন্না শুনে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা করেছেন। কিন্তু অভিযুক্ত শাহ আলম পলাতক ছিল। পুলিশ ধর্ষককে গ্রেফতারে অভিযান শুরু করেন। ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যেই পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধর্ষক শাহআলম আটক হয়।

 

ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক আরও জানান, ধর্ষক শাহ আলম কে গ্রেফতার করতে পেরে ভালো লাগছে। উত্তেজিত জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হয়েছে। আগামীকাল ধর্ষক শাহআলমকে কোর্টের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হবে।

 

এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে মিঠাপুকুর থানা চত্বরে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান এবং স্লোগান দেন। স্লোগানে ধর্ষকের মৃত্যুদন্ড দাবি করা সহ দেশব্যাপী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের একটি মিছিল মিঠাপুকুর ওভারপাস প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com