1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩ বার পাঠ করা হয়েছে
ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ
আজ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা চৌধুরী। মেঘালয়ের শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এই ম্যাচের মধ্যদিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। অপরদিকে অবসর ভেঙে ভারতের হয়ে মাঠে নামবেন দেশটির সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। তাই ম্যাচটির নিয়ে বিশেষ আগ্রহ এ অঞ্চলের ফুটবল ভক্তদের।

 

ফিফা র‌্যাঙ্কিং: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৫ তম অবস্থানে রয়েছে ভারত। অবশ্য আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিপরীতে ভারত খেলেছে ৫১০টি ম্যাচ।

বাংলাদেশের ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ সফলতা ২০০৫ সালে সাফ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। এছাড়াও দক্ষিণ এশীয় গেমসে দুইবার স্বর্ণপদক, চারবার রৌপ্য পদক এবং ৩ বার ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

অন্যদিকে ভারতীয় জাতীয় ফুটবল দল এখন পর্যন্ত সাফ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ৮ বার। এছাড়াও ২ বার এশিয়ান গেমসে স্বর্ণ পদকও জিতেছিল দলটি।

দুই দলের শক্তি ও দুর্বলতা:
বাংলাদেশ দলের শক্তি হলো দলটির দ্রুতগতির আক্রমণ ভাগ, যা প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে সক্ষম। এছাড়া তপু বর্মণ, তারিক কাজীরা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেও বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বাংলাদেশ দলের গোলবারের দায়িত্ব সামলাবেন মিতুল মারমা। বসুন্ধরা কিংসের এই গোলকিপার বর্তমানে আছেন দুর্দান্ত ফর্মে। মিডফিল্ডে জামাল-হামজাদের দিকেও এ ম্যাচে থাকবে বিশেষ নজর।

তবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা দলটি হলো দলটির ফিনিশিং। অনেক ক্ষেত্রে দেখা যায় মিডফিল্ডাররা বল এগিয়ে দিলেও ভালো ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না।

অন্যদিকে ভারতের শক্তির জায়গা দলটির অভিজ্ঞ মিডফিল্ডারদের উপস্থিতি। তাছাড়া দলে আছে সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ স্ট্রাইকার যিনি যেকোন সময় ম্যাচের গতিপথ পরিবর্তন করতে সক্ষম।

তবে সুনীলদের চিন্তার কারণ দলটির রক্ষণভাগ। বিশেষ করে সেন্টার-ব্যাক পজিশনের দুর্বলতা দলটিকে ভোগাবে বেশ। তাছাড়া গোল স্কোরিংয়েও রয়েছে ধারাবাহিকতার অভাব।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com