1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

মৃত্যুর আগে কি হয়েছিল ম্যারাডোনার? চাঞ্চল্যকর তথ্য দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে
ছবি- সংগ্রহীত

স্পোর্টস ডেস্কঃ
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মৃত্যুর আগে মারাত্মক যন্ত্রণায় ভুগেছিলেন ম্যারাডোনা। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ। চার বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই ফুটবল কিংবদন্তি। তার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এখনো মামলা চলমান।

 

মামলার শুনানিতে ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও কাসিনেয়ি জানালেন চাঞ্চল্যকর তথ্য। ম্যারাডোনার ময়নাতদন্ত করা বিশেষজ্ঞ আদালতে জানান, মৃত্যুর আগে মারাত্মক যন্ত্রণায় ভুগেছিলেন ম্যারাডোনা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও লিভার সিরোসিসের কারণে মৃত্যুর অন্তত ১০ দিন আগে থেকেই তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসক ও নার্সদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল বলে মত দেন তিনি।

 

মরিসিও আরও বলেন, ম্যারাডোনা যেখানে ছিলেন, সেটি গৃহ হাসপাতালে পরিণত করার জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদরোগ ও ফুসফুসে পানি জমার কারণে তিনি মারা যান।

 

কৌঁসুলিদের দাবি, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করলেও তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এ কারণে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান বিশ্বকাপজয়ী এই ফুটবল মহাতারকা। মৃত্যুর আগে দীর্ঘদিন কোকেন ও মদের আসক্তি থেকে মুক্তির জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে পরাজিত হন ম্যারাডোনা।

এম কন্ঠ/ এস/ ২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com