1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

কৃষক ঐক্য পরিষদের আয়োজনে কৃষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ, রংপুর জেলা শাখার আয়োজনে ২৮ রমজান শনিবার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কৃষক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৃষক ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সংগঠক মনিরুজ্জামান তালুকদার মনির। তিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যাগুলোর সমাধানে সংগঠনের ভূমিকা ও কাজের ওপর আলোকপাত করেন। এছাড়াও, মিঠাপুকুর উপজেলা সভাপতি রতন মিয়া এবং পীরগঞ্জ উপজেলা সভাপতি মমিন মন্ডল কৃষক সমাজের সমস্যাগুলোর সমাধান এবং তাদের কল্যাণে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

উক্ত সমাবেশে বিভিন্ন উপজেলার কৃষকরা উপস্থিত ছিলেন এবং তারা কৃষি সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সংগঠনের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। কৃষক ঐক্য পরিষদ এর মাধ্যমে কৃষকদের উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সমাবেশ শেষে, সকল উপস্থিতির জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যাতে উপস্থিত সবাই একে অপরের সাথে মিলেমিশে ইফতার গ্রহণ করেন এবং এ উপলক্ষে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে একতা বৃদ্ধি এবং তাদের সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com