1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

মিঠাপুকুরে ইউএনওর বিশেষ নজরদারিতে সুষ্ঠুভাবে শেষ হলো এসএসসি পরীক্ষার প্রথমদিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুাভাবে সম্পন্ন হয়েছে।

 

গতবার উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে নানান অভিযোগ উঠে আসলে বিশেষ উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিকাশ চন্দ্র বর্মন। ফলে কঠোর নজরদারির পাশাপাশি বিশেষ নির্দেশনায় এবারের এসএসসি পরীক্ষার প্রথমদিন সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকেই ইউএনওকে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করতে দেখা গেছে। এসময় তিনি কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় মিঠাপুকুর উপজেলার মোট ১১ টি কেন্দ্রে ৫ হাজার ৬শ ৫৪ জন এসএসসি পরীক্ষার্থী অংগ্রহন করেন। এরমধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিকেন। এছাড়াও দাখিল সমমানের পরীক্ষায় ১ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২শ ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জনের অনুপস্থিতিতে ২.শ ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী (ইউএনও) ও এসএসসি-দাখিল পরীক্ষা কেন্দ্রের সভাপতি বিকাশ চন্দ্র বর্মন জানান, সবার সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামীদিনের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com