1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

মিঠাপুকুরে আমেরিকার ফুল উদয়পদ্ম

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পাঠ করা হয়েছে
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে উদয়পদ্ম গাছে কলি এসেছে। ছবি- মিঠাপুকুরের কন্ঠ

স্টাফ রিপোর্টার:
হিমালয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নিয়ে থাকে ম্যাগনোলিয়া বা উদয়পদ্ম। এই উদয়পদ্মের জন্মস্থান আমেরিকার ফ্লোরিডা ও টেক্সাস। তবে আমাদের দেশেও কমবেশি চোখে পড়ে। এবার দেখা মিলল নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

 

শুক্রবার দেখা যায়, উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের অফিস ভবনের পূর্বদিকে উদয়পদ্ম গাছে অসংখ্য কলি এসেছে। কয়েকদিনের মধ্যে ফুলের পূর্ণতা বিকাশ হবে। অন্যান্য ফুল ফোটার পরে কয়েকদিন সতেজ থাকলেও এই ফুল একদিনেই বাসি হয়ে যায়।

 

পৃথিবীতে ম্যাগনোলিয়া নামে ব্যাপক পরিচিতি থাকলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফুলটির নাম রেখেছিলেন উদয়পদ্ম। হিমচাঁপা নামেও চেনেন অনেকে। ফুলের গড়ন অনেকটা পদ্মের মতোই। যেকোনো সময় ফুলটি ফোটা শুরু করবে এমনটা আশা করা হচ্ছে। বংশবৃদ্ধি গুটিকলমের মাধ্যমে হয়ে থাকে।

 

মাঝারি বা ছোটখাটো ধরনের এ গাছটি রোদ পছন্দ করে। খুব বেশি ডালপালাও হয় না। উচ্চতায় ১৫ থেকে ২০ ফুট হয়ে থাকে। পাতা ঊর্ধ্বমুখী, অনেকটা কাঁঠাল পাতার মতো। দেখে খুব সহজেই চেনা যায়। ওপরের পিঠ সবুজ এবং চকচকে আর নিচের পিঠ মখমলের মতো বাদামি রঙের হয়। কুড়ির রং বাদামি। সাদা, সুগন্ধি ও বড় আকারের ফুলগুলো ফোটে চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত। ফুল প্রায় ২০ সেন্টিমিটার চওড়া এবং পাপড়িসংখ্যা ৬ থেকে ১২টি।

 

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, উদয়পদ্ম গাছটি ধীরে ধীরে বাড়ে বলে ফুলের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়। ফুলের মাঝখানে গোল বলের মতো জননাঙ্গ ঘিরে সাজানো থাকে কোমল সাদা পাপড়ি। ফুল একদিনের মধ্যে বাসি হয়ে ঝরে পড়ে।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com