1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

মিঠাপুকুরে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের পায়তারা, প্রশাসনের সহযোগিতা চায় ভুক্তভোগীরা

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের গেরাই এলাকায় জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা। এমতাবস্থায় পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার গিরাই মৌজায় জমির মূল মালিক কছির উদ্দিন মৃত্যুবরণ করলে তার স্ত্রী আমিরন এবং কন্যা খোতেজা, কুলসুমা, ছকিনা ও জরিনা খাতুন ওয়ারিশ হয়। এরপর কছির উদ্দিনের কন্যা জরিনা খাতুন তার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে ওয়ারিশগণের মধ্যে ভাগ বন্টনের অসংগতি জানতে পারেন এবং জরিনার স্বামী সরফ উদ্দিন বাদী হয়ে রংপুর ল্যান্ড ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন, যার নং-৪৩/১৯৮৮। এছাড়াও জরিনার স্বামী সরফ উদ্দিন কছির উদ্দিনের নিকট থেকে ৫৬ শতক, কন্যা কুলসুমার নিকট থেকে ৮৭ শতক ও খোতেজার বিক্রিত অংশ থেকে ২৫ শতকসহ মোট ১৬৮ শতক জমি কবলা মূলে খরিদ করেন।

এরপর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত মিঠাপুকুর গত ২৬/০১/৯৮ ইং তারিখে বাদী জরিনা খাতুনের পক্ষে প্রায় ৩.৫৮ একর জমির আদেশ দেন। কিন্তু বিবাদী খোতেজার ছেলে রইচ উদ্দিন উক্ত রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করলে আদালত তার আপীল খারিজ করে দেন। এরপর রইচ উদ্দিন হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন পিটিশন দায়ের করেন, যা চলমান রয়েছে। কিন্তু মামলা চলমান থাকলেও রইচ উদ্দিনের ওয়ারিশ আব্দুল হামিদ গনি মৃত জরিনা খাতুন ও সরফ উদ্দিনের ওয়ারিশ মোশারফ হোসেনকে উচ্ছেদের হুমকি দিলে মোশারফ দরখাস্তকারী হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করেন। যার শুনানীতে গত ১৭/০৩/২৫ তারিখে হাইকোর্ট বিভাগ জাকির হোসেনের ২.৪০ একর জমির উপর status quo আদেশ প্রদান করেন।

আদেশকৃত জমির তফসিল নিম্নরুপ: এস এ খতিয়ান জেলা রংপুর, থানা মিঠাপুকুর, মৌজা গিরাই, জে এল নং ২৫৯, খতিয়ান নং সাবেক ৩৩, হাল ৪২/৪৩, দাগ নং ১৬৪, জমির পরিমান ৫১ শতক, দাগ নং ১৬৫, জমির পরিমান ১৩৩ শতক, দাগ নং ২২২ জমির পরিমান ৫৬ শতক, মোট জমির পরিমান ২.৪০ একর। আর এস খতিয়ান ১১, দাগ নং ৩৫১ জমির পরিমান ৮৬ শতক, দাগ নং ৩৫৪, জমির পরিমান ২১ শতক, আর এস খতিয়ান ০৯, দাগ নং ৪২৩ জমির পরিমান ৭৭ এর মধ্যে ৫৬ শতক, আর এস খতিয়ান ৭০০, দাগ নং ৩৫২, জমির পরিমান ৪৭ শতক, আর এস খতিয়ান ৭০০,দাগ নং ৩৫৩, জমির পরিমান ৩০ মোট ২.৪০ একর।

মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে অভিযোগের ভিত্তিতে সব ধরনের আইনী সহযোগিতা করা হচ্ছে। নিরাপত্তা বা অন্য কোন বিষয় থাকলে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এম কন্ঠ /এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com