1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগঞ্জে মাহমুদুল হাসান নামে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে ওই কাপড় পাঠানো হয়। সাংবাদিক মাহমুদুল হাসান মাইটিভিতে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কুরিয়ারে তার নামে পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়।

 

কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয় বলে জানা গেছে।

মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জের এক ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। সংবাদ প্রকাশ করায় তারা এর আগেও অনেক হুমকি-ধামকি দিয়েছিল। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার ওসিকে জানিয়েছি।

স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, দুর্বল লোকেরাই সাংবাদিকদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে থাকেন। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর রোধ করা যাবে না। সাংবাদিক মাহমুদুলকে কাফনের কাপড় পাঠিয়ে যে ভয়ভীতি দেখানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি অনুরোধ যারা কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিকের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে, তাদের খুঁজে বের করে আইনের হয়তো এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

রংপুর প্রেসক্লাবের সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক একেএম মঈনুল হক বলেন, যারাই এ ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এভাবে সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি, হত্যার হুমকি দিয়ে কেউ যাতে পার না পায় এজন্য প্রশাসনকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলতে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আমি নিজেই ওই সাংবাদিককে থানায় ডেকে নিয়েছি। তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি। আশা করছি, হুমকিদাতাদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com