মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে মালবোঝাই পিকাপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। নিহত সিহাব (১৮) উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
বুধবার (১৪ মে) দুপুর ১ টার দিকে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত ও নিহতরা সকলে ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, মাছ নিয়ে একটি পিকাপ ভ্যান রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠাপুকুরের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক জনের মৃত্যু হয়। আর বাকি দুই জন মারাত্মকভাবে আহত হন। আহতরা হলেন, মনিরুজ্জামান তিনি উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপরজনের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা জায়নি।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দূর্ঘটনাটি মর্মান্তিক, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে আহতদের
উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যানবাহন চলাচল কিছুটা বিঘ্ন হলেও অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্লিয়ার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনার বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply