1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

৮ স্ত্রীর জীবনেই আব্বাস কি আলাদা মানুষ?

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০ বার পাঠ করা হয়েছে

ঈদুল আজহাকে সামনে রেখে আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছেন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। 

গত বৃহস্পতিবার (২২ মে) মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। প্রায় দুই মিনিটের ট্রেলারে দর্শক পেয়েছেন সিরিজটির কাহিনির একটি রহস্যময় ঝলক।

মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, যার চরিত্রের নাম আব্বাস, একজন পেশাদার ট্রাকচালক। সিরিজে দেখা যাবে, দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পড়ে আব্বাস একে একে ৭টি বিয়ে করেছেন, যাদের কেউই একে অন্যের সম্পর্কে জানেন না। প্রতিটি স্ত্রীর জীবনে আব্বাসের ভূমিকা, আচরণ ও অবস্থান যেন একেবারে আলাদা এক মানুষ।

আটজন অভিনেত্রীই তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তারা হলেন- তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে তুলে এনেছেন নারীর অনুভূতি, আকাঙ্ক্ষা ও বাস্তবতা।

ট্রেলারে দেখা যায়, আব্বাসের সঙ্গে রয়েছে তার ট্রাক হেলপার সেলিম, যিনি সব কিছু জানেন এবং প্রত্যক্ষদর্শী। কিন্তু আট নম্বর বিয়ের পরই আব্বাসের জীবনে নেমে আসে বড় ধরনের বিপদ, যা বদলে দিতে পারে তার পুরো বাস্তবতা।

এই রহস্য ও নাটকীয়তার উত্তর মিলবে আগামী ৫ জুন, যেদিন সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘আব্বাস এমন এক চরিত্র যার মধ্যে রয়েছে চুম্বকীয় ব্যক্তিত্ব। সে খুব সহজেই নারীদের মন জয় করে, কিন্তু তার ভেতরে চলে এক গভীর দ্বন্দ্ব। এমন চরিত্রের জন্য দরকার ছিল এক মেথড অভিনেতা, যিনি প্রতিটি স্ত্রীর কাছে আলাদা মানুষ হতে পারেন, এবং মোশাররফ করিম নিঃসন্দেহে সেই মানুষ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com