1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

আসছে জাকারিয়া সৌখিনের নতুন চমক____প্রিয় প্রজাপতি

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩ বার পাঠ করা হয়েছে

বর্তমান সময়ে টিভি নাটক নির্মাণে প্রথম সারির নির্মাতাদের মধ্যে দর্শকপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে রয়েছেন জাকারিয়া সৌখিন।

ঈদ হোক বা স্বাভাবিক যে কোনো সময় হোক, দর্শক মুখিয়ে থাকেন সৌখিনের অনবদ্য সৃষ্টির জন্য। তার নির্মাণে গল্প, গান, শিল্পী নির্বাচন আর মনকাড়া লোকেশন দর্শকদের বিমোহিত করে রাখে। 

 

যেমন গত ঈদে দর্শকমন কেড়েছে তার ‘মেঘবালিকা’, এর অল্প কিছুদিন আগেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকটি। এ ছাড়া কমপক্ষে গত দেড় দশক ধরে ছোটপর্দার দর্শকপ্রিয় নাটক মানেই হয়ে দাঁড়িয়েছে জাকারিয়া সৌখিনের ব্যতিক্রমী হৃদয়ছোঁয়া যত সৃষ্টি। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদে আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক- ‘প্রিয় প্রজাপতি’। 

জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন সৌখিন। জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, ‘সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার বিলবোর্ড গল্পটি পড়ে এ গল্পটি মাথায় আসে আমার। তাই বলা যায় বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প প্রিয় প্রজাপতি। বেশ আধুনিক ঢঙে এটি নির্মাণ করা হয়েছে।

 

অপূর্ব এবং ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে প্রিয় প্রজাপতি।’ আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। একটি অফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রজাপতি’। গল্পে দেখা যাবে- মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সব সময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ। 

 

নাটকে গান লিখেছেন সোমেশ্বর অলি। ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পরবে খোঁপায়’- এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। আর গেয়েছেন জাহিদ নীরব নিজে, সঙ্গে আতিয়া আনিসা। ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই ঈদে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com