1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

মেয়র পদে শপথ না দিলে নগর ভবনে বসেই শপথ নেব: ইশরাক

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬ বার পাঠ করা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণে বিলম্বে ক্ষুব্ধ বিএনপি নেতা ইশরাক হোসেন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, সরকার যদি অবিলম্বে শপথের ব্যবস্থা না করে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে নগর ভবনে বসে পড়বেন।

 

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। দাবি জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়েই তিনি এ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এবং কোনোরকম ‘প্রশাসক’ বা ‘উপদেষ্টা’ দিয়ে নগর ভবন চালাতে দেয়া হবে না।

 

ইশরাক বলেন, নগর ভবন কারা চালাবে, সেটি নির্ধারণ করবে ঢাকাবাসী। কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে এই শহরকে তুলে দেয়া হবে না। তার ভাষায়, মেয়র হিসেবে দায়িত্ব নিতে বাধ্য করতেই জনগণের আন্দোলন শুরু হয়েছে।

 

তিনি আরও অভিযোগ করেন, তাকে শপথ নিতে না দিয়ে সরকার একটি উদ্দেশ্যপ্রণোদিত টালবাহানা করছে। এতে দেশের জনগণের মনে আগামী নির্বাচন নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদও নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com