1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

মিঠাপুকুরে দিন-দুপুরে বাড়ি ডাকাতি, স্বর্ণালংকার সহ মালামাল লুট

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩ বার পাঠ করা হয়েছে
ছবি সংগ্রহীত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে দিন-দুপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির মোতাহারুল ইসলাম এর ঘর থেকে প্রায় ১২ ভরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা, ব‍্যাংকের চেক এবং জমির দলিলসহ মুল‍্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর (বৈরাতির মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোতাহারুল ইসলাম বলেন, পাশ্ববর্তী শরিফুল ইসলাম এবং মোজাহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল তার। ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সব কিছু লুট-পাট করে নিয়ে যায়। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের বলদীপাতান গ্রামের শরিফুল ইসলাম, রামরায়ের পাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম ও নারজুস আক্তার ডেইজি এবং চাদনী চাঁদপুর গ্রামের আঃ রাজ্জাক সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। মোতাহারুলকে প্রাণ নাশের হুকমিও দিয়ে আসছিল।

ঘটনার দিন ৯ জুন মোতাহারুল ইসলাম ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে বেলা ১টার দিকে দাওয়াত খেতে গেলে বাড়িতে কেউ না থাকায় বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তচনচ করে স্বর্ণ, ব‍্যাংকের চেক, জমির দলিল এবং টাকা নিয়ে চলে যায়। পরে মোতাহারুল ইসলাম সন্ধ্যায় বাসায় ফিরলে লোকমুখে শুনতে পায় অভিযুক্ত বিবাদীরাই তার বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শী শাহাদত হোসেন এবং বিলকিস বেগম বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে ঘরের সামনের দরজা দিয়ে চারজন মানুষ ভেতরে প্রবেশ করে। তাদের সবার মুখ বাঁধা ছিল। এসময় ডাকাতরা চিৎকার করলে মেরে ফেলবে বলে ধমক দেয়। পরে তারা ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তচনচ করে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন শংকা প্রকাশ করে বলেন, এভাবে কোনো বাড়িতে দিন-দুপুরে চুরি বা ডাকাতি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কিভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

এ বিষয়ে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com